বিভিন্ন মহলের অভিনন্দন
জ ই বুলবুল : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনোনীত হলেন বাংলাদেশ কেন্দ্রীয় তাঁতী লীগের সহ-সভাপতি ও খ্যাতিমান চিকিৎসক প্রফেসর ডা. এম আলমগীর চৌধুরী।
এ খবরে শনিবার তার এলাকায় নেতা-কর্মীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবং বিভিন্ন মহলের অভিনন্দন জানাতে তার কার্যালে ভির জমান।
গত শুক্রবার ( ৬ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রফেসর ডা. এম আলমগীর চৌধুরী বাঁশখালী পৌরসভার বাসিন্দা। তিনি বর্তমানে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতাল (ঢাকা) ইএন’টি বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বাঁশখালী সমিতি ঢাকার সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় তাঁতী লীগের সহ-সভাপতি ও আলী হায়দার চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চিকিৎসা খাতে বিশেষ অবদান রাখায় আমেরিকা, কানাড়া ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৫টি দেশে বিশেষ সম্মানে ভূষিত হন।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্যাডে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এ চিঠিতে ড. এম আলমগীর চৌধুরীকে সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত করে বলা হয়েছে- সালাম ও অভিনন্দন গ্রহণ করবেন। ইতিমধ্যে অবগত হয়েছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যিনর্বাহী কমিটি অনুমোদিত হয়েছে। উক্ত নবগঠিত কমিটিতে আপনাকে উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আপনার সুপরামর্শ ও সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করবে।
চিঠিতে আরও বলা হয়, আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করা, বিএনপি-জামায়াতের ধারাবাহিক সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ করে দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আপনাকে সাথে পাবো এই প্রত্যাশায়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনীত করায় অধ্যাপক ড. এম আলমগীর চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মেধা ও প্রজ্ঞার মাধ্যমে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়া এখন আমার জীবনের মূল উদ্দেশ্য। আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে বড় হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রাখা এবং স্বাধীনতার অপশক্তি কে রুখে দিতে প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দেব। সামনে নির্বাচনে অংশ নিতে সব রকম প্রস্তুতি ও নিজ এলাকায় প্রতিনিয়ত জনসংযোগ সহ এলাকায় চিকিৎসা সেবা দেওয়া, নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য নিয়মিত মাঠ চষে বেড়াচ্ছি। সবার সহযোগিতা দোয়া ও সমর্থন থাকলে আমি নমিনেশন পাওয়ার আশাবাদী।