চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর হেসেখেলে জিতল নিউজিল্যান্ড। ব্যাটিংটা দৃষ্টিনন্দন হয়নি, তবু শেষ পর্যন্ত টাইগাররা যে পুঁজি পেয়েছিল তা নিয়ে লড়াইয়ের প্রতাশা করাই যায়। কিন্তু বাংলাদেশের ২৪৫ রান টপকাতে খুব একটা ঘামও ঝরাতে হলো না কেন উইলিয়ামসনদের। ৭.১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা, জয় পায় ৮ উইকেটের।
টানা দুই হারের সঙ্গে আরও একটি দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। চোট পেয়ে হাসপাতালে পাড়ি দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।ম্যাচ শেষ না করেই হাসপাতালে ছুটতে হয় তাকে। এখন জানা গেল তার পেশিতে চিড় ধরা পড়েছে। যদিও বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আশা করছেন, ভারতের বিপক্ষে ম্যাচে সাকিব খেলতে পারবেন।
কিউইদের বিপক্ষে ব্যাট করার সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন সাকিব। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি টাইগার অধিনায়ক। তার জায়গায় কথা বলেন সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, সাকিব তার চোটের স্ক্যান করাতে দ্রুত হাসপাতালে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।
সাকিবের চোটের চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে পায়নি বাংলাদেশ। রিপোর্ট পেলে বাকিটা জানা যাবে বলে জানিয়েছেন সুজন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ওর পেশিতে চিড় ধরা পড়েছে, এখনও রিপোর্ট আসেনি। আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবে।’
এদিকে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সময় চোট পান উইলিয়ামসন। নাজমুল হোসেন শান্তর ছোড়া বল গিয়ে লাগে তার আঙুলে। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে যান হাসপাতালেও। হাসপাতালে এক্স-রে করা হয় উইলিয়ামসনের আঙুলে। রিপোর্ট হাতে পাওয়ার পর নিউজিল্যান্ড জানিয়েছে, অন্তত এক সপ্তাহ খেলতে পারবেন না তাদের অধিনায়ক। বিষয়টি কিউইদের জন্য বড়সড় দুঃসংবাদ হয়েই ধরা দিল। দীর্ঘদিন বাদে ফেরার পর দারুণ খেলেছিলেন কিউই অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে ১০৭ বলে করেন ৭৮ রান। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন, নাহলে সেঞ্চুরিটা পেয়ে যেতে পারতেনই।