ভারতের বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে বিশ্বকাপে হ্যাট্রিক হারের স্বাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব বিহীন বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা তিন ম্যাচ হারলো টাইগাররা। আগের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।
দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাসের জোড়া হাফ-সেঞ্চুরির পর শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ। লিটন ৬৬, তানজিদ ৫১ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৪৬ রান করেন। জবাবে বিরাট কোহলির অনবদ্য ১০৩ রানে ৫১ বল বাকী রেখে বিশ্বকাপে টানা চতুর্থ জয়ের স্বাদ পায় ভারত। এতে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো ভারত। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে নেমে গেল বাংলাদেশ।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে টস জিতে মভঁ প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামী ২৪ অক্টোবর মুম্বাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
বাংলাদেশ ইনিংস :
তানজিদ এলবিডব্লু ব কুলদীপ ৫১
লিটন ক গিল ব জাদেজা ৬৬
শান্ত এলবিডব্লু ব জাদেজা ৮
মিরাজ ক রাহুল ব সিরাজ ৩
হৃদয় ক গিল ব শারদুল ১৬
মুশফিক ক জাদেজা ব বুমরাহ ৩৮
মাহমুদুল্লাহ বোল্ড ব বুমরাহ ৪৬
নাসুম ক রাহুল ব সিরাজ ১৪
মুস্তাফিজুর অপরাজিত ১
শরিফুল অপরাজিত ৭
অতিরিক্ত (লে বা-১, ও-৫) ৬
মোট (৮ উইকেট, ৫০ ওভার) ২৫৬
উইকেট পতন : ১/৯৩ (তানজিদ), ২/১১০ (শান্ত), ৩/১২৯ (মিরাজ), ৪/১৩৭ (লিটন), ৫/১৭৯ (হৃদয়), ৬/২০১ (মুশফিকুর), ৭/২৩৩ (নাসুম), ৮/২৪৮ (মাহমুদুল্লাহ)।
ভারত বোলিং :
বুমরাহ : ১০-১-৪১-২ (ও-২),
সিরাজ : ১০-০-৫০-২ (ও-২),
হার্ডিক : ০.৩-০-৮-০ (ও-৩),
কোহলি : ০.৩-০-২-০,
শারদুল : ৯-০-৫৯-১,
কুলদীপ : ১০-০-৪৭-১,
জাদেজা : ১০-০-৩৮-২।
ভারত ইনিংস :
রোহিত ক হৃদয় ব হাসান ৪৮
গিল ক মাহমুদুল্লাহ ব মিরাজ ৫৩
কোহলি অপরাজিত ১০৩
আইয়ার মাহমুদুল্লাহ ব মিরাজ ১৯
রাহুল অপরাজিত ৩৪
অতিরিক্ত (নো ব-২, ও-২) ৪
মোট (৩ উইকেট, ৪১.৩ ওভার) ২৬১
উইকেট পতন : ১/৮৮ (রোহিত), ২/১৩২ (গিল), ৩/১৭৮ (আইয়ার),
বাংলাদেশ বোলিং :
শরিফুল : ৮-০-৫৪-০,
মুস্তাফিজুর : ৫-০-২৯-০,
নাসুম : ৯.৩-০-৬০-০,
হাসান : ৮-০-৬৫-১ (ও-১, নো-২),
মিরাজ : ১০-০-৪৭-২ (ও-১),
মাহমুদুল্লাহ : ১-০-৬-০।
ফল : ভারত ৭ উইকেটে জয়ী।