সত্যেরা ফেরারী’র জগতে তুমি অনন্তলোকে ll বদরুজ্জামান জামান

(সদ্যপ্রয়াত কবি আসাদ চৌধুরীকে)

প্রকৃতির অমোঘ নিয়মে তুমি এসেছিলে

অনিবার্য মহাসত্যের আলিঙ্গনে  চলে গেছো,

জনপদ আর জীবনধারার বিপুল সমাহারে রেখে গেছো

অনন্য বিন্যাসে সমৃদ্ধ তোমার সৃষ্টিসম্ভার,

তোমার সৃষ্টির মাঝে অনাগত প্রজন্ম

যেমন খুঁজে পাবে  আসাদ চৌধুরীকে

তেমনি খুঁজে পাবে পূর্বপ্রজন্মের স্মৃতিচিহ্ন,

আমার কিঞ্চিত দর্শন আর তোমার মুখনিঃসৃত পংক্তিমালার

ঝর্ণায় অবগাহন  এখনো স্মৃতিপটে

তোমার শৈল্পিক সারল্যের ছাপ পরিদৃশ্যমান।

আমাদের জীবন আর জনপদের

শতবর্ষের শতধারার সমাবেশ তোমার কবিতার শরীরে,

স্থূলতা আর দুর্বোধ্যতাহীন তোমার কাব্যবস্তু

সহজেই সর্বপাঠক মনে জাগায় স্পন্দন ।

অবরুদ্ধ বিবেকের দরজায় কুটারাঘাত করে

স্ফূলিঙ্গের সম্মিলন ঘটিয়েছো

জেগেছে মানুষ ক্রদ্ধচৈতন্যে।

জল্লাদের শানিত তরবারি আর প্রথা ভাঙ্গার

এক প্রথিত হিমালয় তুমি,

সংসার সমাজ আর রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে সত্যসন্ধানী হয়ে

ক্লান্তস্বরে বলেছো ‘সত্যেরা ফেরারী’

এমন মহাসত্যের স্বকীয় প্রভায় তুমি কালোত্তীর্ণ তুমি বিশ্বময় ।

‘সত্যেরা ফেরারী’র এই জগতে চিরন্তন এক মহাসত্যের আলিঙ্গনে

তুমি আজ অনন্তলোকে

তোমার প্রত্যাবর্তনহীন এই জগতে তোমার শিল্পসম্ভার-

মাটি পানি আকাশ বৃক্ষরাজির মত  অনিবার্যতা মানুষের ।

Print Friendly, PDF & Email

Related Posts