সেমিফাইনালে ওঠার আশা ছাড়ছেন না সাকিব

সেমিফাইনালে ওঠার আশা ছাড়ছেন না সাকিব। না পারলেও অন্তত প্রথম ছয় দলের মধ্যে শেষ করতে চান। সে জন্য যে বাংলাদেশকে অনেক ভাল খেলতে হবে, তাও বলেছেন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ব্যর্থতা মেনে নিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। হতাশ হলেও এখনই হাল ছাড়তে নারাজ তিনি। বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা এখনই ছাড়ছেন না তিনি।

তার মতে, কুইন্টন ডিককের ইনিংসই ম্যাচ কেড়ে নিয়েছে। প্রশংসা করেছেন হেনরিখ ক্লাসেনের আগ্রাসী ব্যাটিংয়েরও।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ম্যাচের পর সাকিব বলেছেন, ‘‘৩৫ ওভার ভালই বল করেছি আমরা। ওই সময় কয়েকটা উইকেট তুলতে পেরেছি। ওভার প্রতি গড়ে ৫ রানের বেশি দিইনি। তবু ম্যাচটা ডিকক ছিনিয়ে নিয়ে চলে গেল। অসম্ভব ভাল ব্যাটিং করল। পরের দিকে হেনরিক ক্লাসেন দুরন্ত খেলল। রানটাকে অনেক বাড়িয়ে দিল আগ্রাসী ব্যাটিং করে। আমরা ওকে আটকাতে পারিনি। তবে এই রকম মাঠে এমন হতেই পারে।’’

দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটারের প্রশংসা করার পর নিজেদের ব্যাটিং ব্যর্থতা মেনে নিয়েছেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের প্রথম পাঁচ ব্যাটার রান করতে পারেনি। এই রকম ম্যাচে ব্যাটারদের রান করা উচিত ছিল। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লা রিয়াদকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে আনার কথা ভাবতে হতে পারে আমাদের। ওরা দু’জনেই ফর্মে রয়েছে। তবে বাকিদের আরও দায়িত্ব নিতে হবে।’’

টানা চার ম্যাচ হেরে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার রাস্তা যে অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে, তা জানেন সাকিব। কারা বিশ্বকাপ জিততে পারে তাও বলেছেন বাংলাদেশের অধিনায়ক। সাকিব বলেছেন, ‘‘যা পরিস্থিতি ভারত, নিউ জ়িল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোনও দল চ্যাম্পিয়ন হচে পারে। তবে এখনও অনেক খেলা বাকি। অনেক কিছু ঘটতে পারে। আমাদের অনেক কিছু শিখতে হবে। অনেক ভাল খেলতে হবে। আমরা চাই ভাল জায়গায় শেষ করতে। সেমিফাইনালে উঠতে না পারলেও অন্তত প্রথম ছয় দলের মধ্যে থাকতে চাই। তবে এখনও আশা রয়েছে। শক্তিশালী ভাবে ফিরে আসার ব্যাপারে আশাবাদী আমি।’’

Print Friendly, PDF & Email

Related Posts