এ প্রজন্মের সব্যসাচী লেখক কবি প্রত্যয় জসীম এর ৫৪তম জন্মদিন আজ ১ ডিসেম্বর। ১৯৬৯ সালে নোয়াখালী মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর গ্রামে নানার বাড়ীতে তার জন্ম।
মেধাবী এ লেখক পড়াশোনা করেছেন চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মূলত কবি হলেও উপন্যাস, প্রবন্ধ, ছোটগল্প, নাটক ও গানসহ সাহিত্যের সব শাখায় রয়েছে তার বিচরণ।
এ যাবৎ তার শতাধিক মৌলিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। দেশে বাংলা একাডেমি ও দেশের বাইরে কলকাতা থেকেও তার বই প্রকাশিত হয়েছে। সম্পাদনা করেছেন গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ। এর মাঝে “শামসুর রাহমান স্মারক গ্রন্থ”, “কবীর চৌধুরী বাংলার প্রমিথিউস”, “বঙ্গবন্ধু জাতি রাষ্ট্রের জনক”, “দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু”, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লিখেছেন পাঁচ শতাধিক লাইনের কাব্যগ্রন্থ “দেশরত্ন”।
তিনি মহাত্মাগান্ধী, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমদ, কালমার্কস, লেনিন, মাওসেতুং এর জীবনী লিখেছেন।
বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতি তার লেখার মূল প্রেরণা। তার স্ত্রী ছিলেন ড. স্বাতী জসীম (প্রয়াত), একমাত্র কন্যা প্রকৃতি জসীম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যয় জসীম বর্তমানে বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন সভাপতির দায়িত্ব পালন করছেন। জন্মদিনে তিনি দেশবাসী ও শুভার্থীদের কাছে দোয়া চেয়েছেন।