১৯৭১ প্রার্থী ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন

জাতীয় সংসদে পা রাখবেন, তা ফয়সালার দিন আজ ৭ জানুয়ারি। ২৮টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। ১ হাজার ৯৭১ জন প্রার্থী ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।গত ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারে বেপরোয়া ছিলেন প্রার্থী ও সমর্থকরা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ২৯৯ আসনে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট চলবে। একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ ও নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৪৮ জন।

নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৬৯ জন। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন ১ হাজার ৫৩২ জন ও স্বতন্ত্র ৪৩৭ জন। নারী প্রার্থী ৯৬ জন। তৃতীয় লিঙ্গের ২ জন। যদিও জাতীয় পার্টিসহ একাধিক দলের এবং বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকছেন ৬৬ জন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯০ জন। কেন্দ্রের নিরাপত্তায় সারাদেশে ৬ লাখ ৮৯ হাজার ৫৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পুলিশ ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন ও আনসার ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন।

ইসি সূত্র জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণে ইসির আমন্ত্রণে ৩২ জন বিদেশি পর্যবেক্ষক ঢাকায় এসেছেন। এর বাইরে ১২৬ জন বিদেশি পর্যবেক্ষক এসেছেন নিজ উদ্যোগে। পাশাপাশি ইসির নিবন্ধিত সংস্থার অধীনে দেশি পর্যবেক্ষক থাকছে ২০ হাজার ৭৭৩ জন।

Print Friendly, PDF & Email

Related Posts