দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডর্‌প’র পর্যবেক্ষণ ll আস্থার জায়গা কুড়িয়েছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ডেভেপলমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূওর- ডর্‌প বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করে।

রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে রাজধানী ঢাকার চারটি সংসদীয় আসন যথাক্রমে ঢাকা ১০, ১৪, ১৫ এবং ১৬ পর্যবেক্ষণ করে। ১৫ জন পর্যবেক্ষক ৪টি দলে ভাগ হয়ে ১২৩টি কেন্দ্র পর্যবেক্ষণ করে।

ডর্‌প এর সিইও ও মানবাধিকার সংগঠক জনাব এএইচএম নোমান এবং সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব মোঃ আজহার আলী তালুকদারের অংশগ্রহণসহ সার্বিক সমন্বয় ও ‍দিক নির্দেশনার দায়িত্ব পালন করেন।

১২৩ টি কেন্দ্রের মধ্যে পর্যবেক্ষক দল ঢাকা ১০ আসনে ৩০টি, ঢাকা ১৪ আসনে ১৮টি,  ঢাকা ১৫ আসনে ৪৩টি ঢাকা ১৬ আসনে ৩২টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে।

পর্যবেক্ষন সময়ে এবং কেন্দ্রগুলো বা আশে পাশে কোন অপ্রীতিকর ঘটনা পর্যবেক্ষক দলের নজরে আসেনি। ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন উত্তাপহীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। একপেশে হলেও নির্বাচন কমিশন অনেকটা আস্থার জায়গা কুড়িয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts