যেসব মন্ত্রণালয় নিজের হাতে রাখলেন শেখ হাসিনা

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। এরপর দফতর বণ্টন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ টি মন্ত্রণালয় ও দুটি বিভাগের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ পাঠ করানো হয়। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মাঝে দফতর বণ্টন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্ত্রণালয়গুলো নিজের হাতে রেখেছেন সেগুলো হলো: প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগ তার হাতে থাকবে।
Print Friendly, PDF & Email

Related Posts