বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব আজ শুরু হচ্ছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সাকিবের রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। আর রাতে স্বাগতিক সিলেট দল প্রথম জয়ের খোঁজে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
২৬ জানুয়ারি রংপুর-খুলনা সিলেট বেলা ২টা
২৬ জানুয়ারি কুমিল্লা-সিলেট সিলেট সন্ধ্যা ৭টা
এখন পর্যন্ত আসরে একটি ম্যাচেও হারেনি খুলনা। দুই ম্যাচ খেলে এনামুল হক বিজয়ের দল জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে। ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য থাকা খুলনার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে হলে রংপুরকে খেলতে হবে সেরা খেলাটাই। দুই ম্যাচে এক জয় পাওয়া রংপুর এখন পর্যন্ত নিজেদের সহজাত পারফরম্যান্স দেখাতে পারেনি।
গত ম্যাচে দলটিতে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। আর আজ যদি সাকিব খেলতে নামেন নিশ্চিতভাবে রংপুরের শক্তি বাড়বে কয়েকগুণ। যে কোনো দলকেই তাদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে হলে ঘাম ঝরাতে হবে।
ঢাকায় প্রথম পর্বে দুই ম্যাচেই পরাজয় দেখা সিলেট তাকিয়ে আছে নিজেদের প্রথম জয়ের খোঁজে। ব্যাটিং-ফিল্ডিং কিংবা বোলিং; দুই ম্যাচেই নড়বড়ে ছিল সিলেটের পারফরম্যান্স। প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ খেললেও ফিল্ডিং-বোলিংয়ে হেরেছে দলটি। আর দ্বিতীয় ম্যাচে কোনো বিভাগেই সহজাত খেলা খেলতে পারেননি মাশরাফিরা।