রমজানে নিত্যপণ্যের বাজার তদারকি করতে ডিসিদের নির্দেশ

রমজানে নিত্যপণ্যের বাজার তদারকি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ মার্চ) সকালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলন শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘রমজানে কিছু ব্যবসায়ী আছে যারা পণ্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়৷ বিদেশ নির্ভরতা কমাতে হবে৷ নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে সময়মতো মানুষের কাছে ন্যায্যমূল্যে পৌঁছায়, সে জন্য ব্যবস্থা নিতে হবে৷ মজুতদারদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে৷’
দ্বাদশ জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। অত্যন্ত সফলভাবে নির্বাচনের দায়িত্ব পালন করেছেন জেলা প্রশাসকরা। কেননা, ৭৫-পরবর্তী সবচেয়ে ভালো ও নিরপেক্ষ ভোট হয়েছে এবার৷ জনগণ এবার নিজেদের মতো করে ভোট দিতে পেরেছে, এর কৃতিত্ব মাঠ প্রশাসনের৷
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, আমাদের দেশ এগিয়ে যাক, এটাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, একটা সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়নটা টেকসই হয় না, এটা প্রমাণিত সত্য।

সরকারপ্রধান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে জনগণকেই স্মার্ট করতে হবে৷ ইউনিয়ন পর্যায় পর্যন্ত এখন আয়কর দেয়ার মতো মানুষ আছে, কিন্তু সেগুলো সংগ্রহের ব্যাপারে সচেতনতা জরুরি৷
Print Friendly

Related Posts