বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ আর একটু হলেই বাড়ির ভিতরেই পুড়ে মরতে হত৷ কোলের সন্তানকে বাঁচানো সম্ভব ছিলনা৷ এমন অবস্থায় অসহায় মা কী করবেন ? উপায় না দেখে তিনি যে কাণ্ডটি ঘটিয়েছেন, তাতে চমকে গিয়েছে দুনিয়া৷ আগুনের গ্রাস থেকে রক্ষা করতে সন্তানকে পাঁচতলা ফ্ল্যাটের জানালা দিয়ে ছুঁড়ে দিলেন তিনি৷ ততক্ষণে ধোঁয়ায় তাঁর ফ্ল্যাটটি পুরো আচ্ছন্ন৷ এরপর তাঁকে উদ্ধার করেন নিকটবর্তী মার্কিন বিমান ঘাঁটিতে নিযুক্ত সেনাকর্মীরা৷
ঘটনাটি গত ৩০ এপ্রিলের৷ ঘটনাস্থল দক্ষিণ কোরিয়ার পিয়ংটেক শহর৷ সেখানেই একটি ফ্ল্যাটে আগুন ধরে গিয়েছিল৷ অনেকে বের হয়ে এসেছিলেন৷ পাঁচতলায় নিজের ফ্ল্যাট থেকে বের হতে পারেননি ওই মহিলা৷ কোনরকমে জানালার কাছে এসে নিচে দাঁড়ানো প্রত্যেকের কাছে সাহায্য চান৷ আগুন তখন দ্রুত ছড়িয়ে পড়ছিল৷ সিঁড়ি দিয়ে উপরে ওঠা খুবই বিপজ্জনক৷ তখনও উদ্ধারকারী দল এসে পৌঁছায়নি৷ নিচে দাঁড়ানো প্রত্যেকে ওই মহিলাকে তাঁর সন্তানকে ছুঁড়ে ফেলতে বলেন৷ বলা হয় নিচে পড়ার আগেই বাচ্চাটিকে লুফে নেওয়া হবে৷ শেষপর্যন্ত তাই করেছেন কোরীও মহিলা৷
আগুন থেকে বাঁচাতে যেভাবে তিনি সন্তানকে ছুঁড়ে দিলেন, সেই ফুটেজ বিল ফ্রস্ট নামে এক ইঞ্জিনিয়ার তাঁর ফেসবুকে পোস্ট করেছেন৷ ফুটেজটি দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে৷ মা ও সন্তান ভালোই রয়েছে৷ জানিয়েছেন ওই ব্যক্তি৷