নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগীতা

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উতসব উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশ গ্রহন করে প্রতিযোগী ও শিক্ষার্থীরা।

এরপর সোমবার বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল।

পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আকতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার, উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম প্রমূখ।

সিনি: শিক্ষক জাকির হোসেন এবং সহকারি শিক্ষক এসএম মাহফুজ মিয়ার যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন সরকার, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, দাতা সদস্য আঃ আউয়াল প্রধান প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দশানী-মোহনপুর উবির প্রধান শিক্ষক মনছুর আহমদ, পাঁচানী উবির প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, চরকালিয়া উবির প্রধান শিক্ষক মো. দলিল উদ্দিন, এখলাছপুর উবির প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, নাওভাঙ্গা-জয়পুর উবির প্রধান শিক্ষক মো. শাহআলম, গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সমাজসেবক মো. মুজিবুর রহমান দেওয়ান , ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএ কুদ্দুস, শিক্ষানুরাগী ওছমান গণি, নাউরী আহম্মদীয়া উবি’র ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. ওছমান গণি, অভিনাশ রায়, গোলাম মোস্তফা, শাহআলম, মহিলা সদস্য নিলুফা আক্তার, শিক্ষক প্রতিনিধি মো. জাকারিয়া, মহিলা শিক্ষক প্রতিনিধি রাবেয়া আক্তার, মতলব উত্তর উপজেলা প্রেসকাবের সিনি: সাংবাদিক খান মোহাম্মদ কামাল, যুগ্ম-সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা, দপ্তর সম্পাদক আরাফাত আল-আমিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। ক্রীড়ানুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া শিক্ষক মো. আক্তার হোসেন।

আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল ও অন্যান্য অতিথিবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে, শেরে-ই-বাংলা একেএম ফজলুল হক, কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিম উদ্দিন ও হোসেন মো. সোহরাউর্দ্দী’সহ ৪টি হাউসে প্রায় ৭২টি ইভেন্টে খেলা পরিচালিত হয়।

Print Friendly

Related Posts