এবার মন্দিরে নিষিদ্ধ হলো যে পোশাক

বিডি মেট্রোনিউজ ডেস্ক || মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নয়া পোশাক বিধি চালু করার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ৷ নিষেধাজ্ঞার তালিকায় থাকছে লং স্কার্ট এবং লেগিংস-এর মতো আধুনিক পোশাকও৷ সর্বোপরি বলা হয়েছে‚ ভারতীয় পোশাকও পরতে হবে ঢিলেঢালা৷

মহিলা, পুরুষ এমনকি শিশুদের ক্ষেত্রেও নির্দিষ্ট পোশাক বিধি চালুর নির্দেশ দেওয়া হয়েছে৷ আদালতের নির্দেশ অনুযায়ী, পয়লা জানুয়ারি থেকেই এই নির্দেশ কার্যকরী হয়েছে৷

আদালতের নির্দেশ, মন্দিরে ঢোকার সময় পুরুষদের পরনে থাকতে হবে ধুতি, পাঞ্জাবি কিংবা ফরম্যাল শার্ট৷ মহিলাদের ক্ষেত্রে শাড়ি কিংবা সালওয়ার৷ পোশাকের ধরন নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে৷ যেমন পুরুষরা জামা পরলে তাতে যেন তো কোনও বার্তা লেখা না থাকে৷ শিশুদেরও সর্বাঙ্গ ঢাকা পোশাক পরতে হবে৷

নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই পোশাকের হাতার দৈর্ঘ্য হবে অন্তত কব্জি অবধি৷

Print Friendly, PDF & Email

Related Posts