আফগানে ক্রিকেট উৎসবে গুলিতে নিহত কিশোর

বিডি মেট্রোনিউজ ডেস্ক জিম্বাবুয়ের বিরুদ্ধে আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দল বিজয়ী হওয়ার পর দেশটির দক্ষিণাঞ্চলে উৎসব করার সময় গুলিতে এক কিশোর নিহত হয়েছে।

আফগান দল গত বুধবার তিন দুই ম্যাচে জিম্বাবুয়েকে পরাজিত করার পর সারাদেশের বিভিন্ন শহর ও নগরীতে হাজার হাজার লোক রাস্তায় নেমে উল্লাস করতে থাকে। তারা আনন্দে নাচতে থাকে এবং আকাশে ফাঁকা গুলি ছুঁড়তে থাকে। জিম্বাবুয়েকে পরাজিত করার মাধ্যমে আফগান দল এক দিনের আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ১০ নম্বরে জায়গা করে নিল।

হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ’র একটি হাসপাতালের এক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, উল্লাস করার সময় ছোঁড়া গুলিতে এক কিশোর নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ১৭ ও ১৮ বছর হতে পারে।
কাবুল পুলিশের মুখপাত্র আব্দুল বাসির মুজাহিদ বলেন, কমপক্ষে তিন জন আহত হয়েছে এবং বিজয়ের পর রাজধানীতে গুলি ছুঁড়ে উল্লাস করার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts