ভূমিকম্পে সরে গিয়েছে হিমালয়

বিডি মেট্রোনিউজ ডেস্ক  নেপালের ভূমিকম্পের পর হিমালয় ৬০ সেন্টিমিটার সরে গিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। ক্রমশ একটু একটু করে সরে যাচ্ছে হিমালয়।

স্যাটেলাইট টেকনোলজি ব্যবহার করে বিজ্ঞানীরা জানতে পেরেছে যে ভূমিকম্প প্রবণ এলাকা থেকে ৫০ কিলোমিটার দূরে রয়েছে এভারেস্ট। তবে এই ঘটনা নেপালের জন্য বিপজ্জনক হতে পারে বলেও মনে করা হচ্ছে। গোটা পর্বতমালাটা একটু একটু করে মাথা তুলছে বলেও জানা গিয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, মাটির তলায় ২০ কিলোমিটারের একটি স্তর তৈরি হয়েছে। সেটাই ক্রমশ ওই পর্বতমালাকে ধাক্কা দিয়ে উপরে তুলে দিচ্ছে। এভাবেই জন্ম হয়েছিল হিমালয়ের। কিন্তু, বর্তমানে ভূমিকম্পের প্রভাবে এর উল্টোটা হচ্ছে। অর্থাৎ হিমালয় নিচের দিকে ঢুকে যাচ্ছে। বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে দেখেছেন যে গোটা পূর্ব নেপালের উচ্চতাটারই পরিবর্তন হয়েছে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই হিমালয় নেমে গিয়েছে ৬০ সেন্টিমিটার।

Print Friendly, PDF & Email

Related Posts