জুরাইনের রাজনৈতিক নেতা এসএম বাবুলের বাড়িঘরে হামলা ও মিথ্যা মামলার অভিযোগ

রাজনৈতিকভাবে বিরোধী মতের হওয়ায় সরকার দলীয় স্থানীয় লোকদের মিথ্যা মামলা ও হামলায় দিশেহারা হয়ে পড়েছেন বলে জানিয়েছেন রাজধানীর দক্ষিণ সিটির ৫২নং ওয়ার্ড জুরাইন এলাকার বিএনপি নেতা এস.এম বাবুল।

মুরাদপুর হাইস্কুল রোডের পোকার বাজার এলাকার বাসিন্দা এই বিএনপি নেতা জানান, স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে বর্তমানে তিনি নিজ বাড়ীতে থাকতে পারছেন না। তাই প্রবাসে জীবন কাটাচ্ছেন তিনি।

তিনি জানান, মুরাদপুর পোকার বাজার এলাকার আওয়ামী লীগ ক্যাডারদের হাতে তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন। এই জন্য বাবুল কদতলী থানায় একটি সাধারণ ডায়েরীও করেছেন। জিডি নং ১০৫৪, তারিখ-১৫/০২/২০২১ইং।

এলাকায় তার স্বজন ও প্রতিবেশিরা জানান, করোনাকালীন সময়ে দক্ষিণ কোরিয়া থেকে বাবুল বাংলাদেশে ফিরলে মুরাদপুর পোকার বাজার এলাকার স্থানীয় কয়েকজন সন্ত্রাসি ২০২১ সালের ১০ই অক্টোবর এস.এম বাবুলের বাড়ীতে হামলা চালিয়ে তার বাড়ি ঘরের দরজা, জানালাসহ ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে। তাই নিজের প্রাণ বাঁচাতে ও পরিবারের লোকজনদের রক্ষা করতে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়ে প্রবাস জীবন কাটাচ্ছেন এই বিএনপি নেতা।

এলাকাবাসী আরো জানান, সম্প্রতি বাবুলের বৃদ্ধা মা মারা যান। কিন্তু তিনি মামলা-হামলার ভয়ে মায়ের লাশ দেখতেও আসতে পারেননি।

নোমান/ঢাকা

Print Friendly, PDF & Email

Related Posts